বলতে পারো | অমল কর | নতুনপাতা — ২০২৫ জানুয়ারি ২
জিজ্ঞাসা
১. পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো-র আন্তর্জাতিক গোলের সংখ্যা কত?
২. ২০২৪ সালে সন্তোষ ট্রফির কততম প্রতিযোগিতা? পশ্চিমবঙ্গ মোট কতবার ফাইনাল খেলে কতবার চ্যাম্পিয়ন হয়?
৩. রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রমে কবে প্রথম জিশু খ্রিস্টের জন্মদিন বা বড়ো দিন পালন করেন?
৪. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
৫. বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
৬. পথনাটকের প্রাণপুরুষ সফদার হাসমি সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
Comments :0