বলতে পারো | অমল কর | নতুনপাতা | ২০২৫ মার্চ ১৩ : উত্তর
জিজ্ঞাসা
১. প্রথম বসন্ত উৎসব কে করেন ?
২. প্রথম বসন্ত উৎসব কোথায় হয় ?
৩. প্রথম বসন্ত উৎসবের প্রতীক কি ছিল?
৪. চাঁচর কী, কবে অনুষ্ঠিত হয়?
৫. হোলি শব্দ কোথা থেকে এসেছে ?
৬. রবিঠাকুর কবে প্রথম বসন্ত উৎসব কে করেন ?
সমাধান
১. প্রথম বসন্ত উৎসবের প্রচলন করেন শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রঞ্জিত সিংহ।
২. রঞ্জিত সিংহর রানীর নাম মোরান। বিবাহের পর রানির ইচ্ছে অনুযায়ী ১৮০২ খ্রিস্টাব্দে বসন্ত উৎসবের সূচনা করেন।
৩. প্রথম বসন্ত উৎসবের সূচনা, সেদিন সকলের হাতে ছিলো ঘুড়ি। সকলেই হলুদ পোশাকে সুসজ্জিত ছিলো।
সেখানে একটা মেলারও আয়োজন করেন।
৪. গ্রাম বাংলায় একে অনেকে ন্যাড়া পোড়া উৎসব বলে। দোলের আগের দিন থাকে শুক্লা চতুর্দশী।
৫. হোলিকা দহন উৎসব থেকে হোলি শব্দ কোথা এসেছে।
৬. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৫ সালে, শান্তিনিকেতনের শ্রী পঞ্চমীতে আম্রকুঞ্জে প্রথম বসন্ত উৎসব উদযাপন করেন।
Comments :0