QUZE | AML KAR | NATUNPATA | 2025 MARCH 27 : ANS.

বলতে পারো | অমল কর | নতুনপাতা | ২০২৫ মার্চ ২৭ : উত্তর

ছোটদের বিভাগ

QUZE  AML KAR  NATUNPATA  2025 MARCH 27  ANS

বলতে পারো | অমল কর | নতুনপাতা | ২০২৫ মার্চ ২৭ : উত্তর 

 

 

জিজ্ঞাসা

 

১.  বিশ্বের কোন্ ফুটবলার সর্বাধিক গোলদাতা ?
২. ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ইতিহাসে কোন্ খেলোয়াড় মাত্র ৯৪ ম্যাচে মোট ১০০ গোল করার ভূমিকা পালন করেন?
৩. লেখক রাজশেখর বসু সম্বন্ধে যা জানো সংক্ষেপে বলো।
৪. আমেরিকার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর-এর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ৮ দিনের বৈজ্ঞানিক সফর ও ২৮৬ দিন পরে প্রত্যাবর্তন সম্বন্ধে যা জানো বলো।
৫. সাহিত্য আকাদেমি পুরস্কার কবে থেকে চালু হয়? পুরস্কার মূল্য কত টাকা?
৬. বিশ্বের গভীরতম নদীর নাম কি? ভারতের গভীরতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের গভীরতম নদীর নাম বলো।

সমাধান

 

১.  সদ্য প্রয়াত কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান ১৯ বছর বয়সে হেভিওয়েট বিভাগে অলিম্পিক চ্যাম্পিয়ন হন । ৭৬ টি জয়ের পর ১৯৭৪ সালে মহঃ আলির কাছে অষ্টম রাউন্ডে নকআউট হন।মোট দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হন।
২. এবার কলকাতা হকি লিগের ফাইনালে 
ইস্টবেঙ্গল ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।বিজয়ী দল ও প্রতিবিজয়ী দল ৩ লক্ষ ও ২ লক্ষ টাকা পুরস্কার অর্থ পায়।
৩. ভারতীয় সাহিত্যে সর্বোচ্চ সম্মাননা হল জ্ঞানপীঠ পুরস্কার। ১৯৬৫ সাল থেকে এই পুরস্কার চালু হয়।১৯৮১ সাল পর্যন্ত সেরা গ্ৰন্থের জন্য এবং ১৯৮২ সাল থেকে সামগ্ৰিক সাহিত্যকীর্তির মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া। পুরস্কার অর্থমূল্য ৫ লক্ষ টাকা, একটি মানপত্র ও সরস্বতীর ব্রোঞ্জ 
মূর্তি।
৪. হিমালয় পর্বত ৬ কোটি বছরের পুরানো,১৪০০ কিমি দীর্ঘ, ২৫০/৩০০ কিমি প্রস্থ,বিশ্বের ১০ টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্য
৯ টি এখানে অবস্থিত। 
৫. বিশ্বে প্রথম রেলপথ চালু হয় ১৮২৫ সালে ইংল্যান্ডের স্টকটেন থেকে ডার্লিংটন, ভারতে মুম্বাই থেকে থানে ১৮৫৩ সালে।
৬. ভারতের বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশচারী সুনীতা উইলিয়ামস আমেরিকার ওহিওর ইউক্লিডে জন্মগ্ৰহণ করেন ১৯/০৯/১৯৬৫ । বাবা দীপক পান্ডে, মা উরসুলিন বনি পান্ডে।তিনি ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর। নৌবাহিনীতে চাকরির পর ১৯৯৮ সালে নাসা-য় যোগ দেন। মোট ৭ বার মহাকাশ অভিযানে অংশ নিয়ে মোট ৫৯৭ দিন ২ ঘন্টা অবস্থান করেন।

Comments :0

Login to leave a comment