২৯ কোটি টাকা থেকে এক বছরে আয় বেড়ে হয়েছে ৫৪কোটি টাকা। বেড়েছে ২৫ কোটি টাকা আয়। মহারাষ্ট্রে ওসমানাবাদে তুলজা ভবানী মন্দিরের আয়বৃদ্ধি নজর কাড়ার মতো।
মন্দির কর্তেপক্ষ জানিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ২৯ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে আয় ৫৪ কোটি টাকা। তার মধ্যে দর্শনার্থীদের টিকিট বাবদ জমা পড়েছে ১৫ কোটি টাকা। আর নগদে ভক্তদের প্রণামী ১৯ কোটি টাকা।
বছরে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয় এই মন্দিরে। টাকা দিয়ে ‘দর্শন’ করেন অনেকে, প্রত্যেককে দিতে হয় ৫ শো টাকা করে। নগদের বাইরে জমা আছে সোনাতেও। ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ২০৭ কেজি সোনা পেয়েছে মন্দির কর্তৃপক্ষ। ২ হাজার ৫০৭ কেজি রুপো। শুধু সোনারই দাম ৬৫ কোটি টাকা।
২০০৯’র আগে মন্দিরে জমা ছিল ৪৭ কেজি সোনা। রিজার্ভ ব্যাঙ্কে তা জমা রাখা হয়েছে। ওসমানাবাদের জেলা শাসক শচীন ওমবাসে জানিয়েছেন পর্যটকদের আকর্ষণ করার জন্য মাস্টার প্ল্যান করা হচ্ছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তা অনুমোদন করেছে।
Comments :0