Sanjoy Kumar Mishra

৩১ জুলাই পর্যন্ত ইডি প্রধান থাকতে পারবেন সঞ্জয় কুমার মিশ্র

জাতীয়

ইডি’র প্রধান হিসাবে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধি অনৈতিক। মঙ্গলবার সুপ্রিম কোর্ট তার মেয়াদ বৃদ্ধিকে অনৈতিক বলে জানিয়েছে। শীর্ষ আদালতের পক্ষ থেকে সঞ্জয় মিশ্রর বদলে নতুন কাউকে ওই পদে নিয়োগ করতে বলা হয়েছে। তবে এর পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ৩১ জুলাই পর্যন্ত ইডি প্রধান হিসাবে কাজ চালাতে পারবেন সঞ্জয় কুমার মিশ্র। 
২০১৮ সালের ইডি প্রধান হিসাবে নিয়োগ করা হয় সঞ্জয় কুমার মিশ্রকে। উল্লেখ্য বয়সের কারণে ২০২০ সালে তার সেই পদে থাকার মেয়াদ শেষ হওয়ার কথা। তাকে সেই পদ থেকে না সড়িয়ে রেখে দেয় কেন্দ্র সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয় সুপ্রিম কোর্ট। সেই মামলার রায় সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, ইডি প্রধান হিসাবে ৩১ জুলাই পর্যন্ত কাজ করতে পারবে সঞ্জয়।

Comments :0

Login to leave a comment