নীতীশ কুমারের শপথ অনুষ্ঠানের পরই কড়া মোকাবিলার হুঁশিয়ারি দিলেন তেজস্বী যাদব। সদ্য ভেঙে পড়া সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন জেডিইউ নেতা নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
নীতীশ কুমার এক দশকে শিবির বদলেছেন পাঁচবার। মেয়াদের মাঝে নিজের সরকার ভেঙে ফের অন্য দলের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার ধারাবাহিকতা বজায় রাখলেন রবিবারও। এদিন বিজেপি’র হাত ধরে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। এই নিয়ে ৯ বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ।
সংবাদমাধ্যমের প্রশ্নে এরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী। তিনি বলেছেন, ‘‘আমরা ক্ষুব্ধ বা ক্রুদ্ধ, কোনটিই নই। আমরা কেবল বলছি নীতীশ কুমারের জনতা দল (ইউ) ২০২৪’র ভোটে রাজনৈতিক বিচারে শেষ হয়ে যাবে।’’
এদিন ফের তেজস্বীর মন্তব্য, ‘‘খেলা সবে শুরু হয়েছে। খেলার অনেক বাকি রয়েছে এখনও।’’ শনিবার দলের বিধায়ক এবং নেতাদের বৈঠকেও তেজস্বী জানিয়েছিলেন সহজে নীতীশ কুমারকে খালি মাঠ ছাড়া হবে না।
মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে রাজ্যে বিজেপি’র জোট এনডিএ সরকার গড়ার দাবি রাজ্যপালের কাছে জানিয়েছেন নীতীশ। তাঁর সরকারে বিজেপি’র দু’জন উপমুখ্যমন্ত্রী থাকবে। বস্তুত বিজেপি এবং আরজেডি, দু’দলের থেকেই বিধায়কের সংখ্যার বিচারে অনেক পিছিয়ে নীতীশ কুমার। ২০২০’র নির্বাচনে এনডিএ জোটের হয়ে লড়েছিলেন নীতীশ। সামান্য ব্যবধানে হারে আরজেডি-বাম-কংগ্রেসের মহাজোট। তবে বিজেপি’র নিয়ন্ত্রণ বাড়তে থাকায় মাঝপথে সেই সরকার ভেঙে মহাজোটের হাত ধরেন নীতীশ। এই সরকারে উপমুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী।
তেজস্বী রবিবার বলেছেন, ‘‘জনতা আমাদের সঙ্গেই রয়েছে। নীতীশ কুমার ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই অবস্থাতেই মুখ্যমন্ত্রীর ভার সামালাচ্ছিলেন। আমরাই তাঁকে দিয়ে গুরুত্বপূর্ণ একাধিক কাজ করিয়ে নিয়েছি। কোনও দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে পারছিলেন না নীতীশ কুমার।’’
তেজস্বী এবং আরজেডি জোর দিয়েছে কম সময়ের মধ্যে লক্ষাধিক সরকারি পদে নিয়োগ এবং জাতভিত্তিক সমীক্ষা করে নিতে পারায়।
তেজস্বী বলেছেন, ‘‘এবারের সরকার গঠনের সময় আমরা অনেক আশা নিয়ে কাজ করেছি। নীতীশ কুমারও ব্যাখ্যা করেছিলেন তাঁর নতুন সরকার গড়ার উদ্দেশ্য। নিজেই সেসব লক্ষ্যকে খতম করলেন তিনি। বিহারের জনতা যোগ্য জবাব দেবে।’’
২০২২’র ৯ আগস্ট মহাজোট সরকার নীতীশকে মুখ্যমন্ত্রী করে শপথ নেয়। তেজস্বী বলেছেন, ‘‘এই নীতীশ কুমারই ২০২০’তে বলতেন চাকরি কোথা থেকে দেব। সরকারের কাছে অর্থ নেই। নতুন সরকার গড়ার ৭দিনের মধ্যে তিনিই ঘোষণা করেছিলেন শূন্যপদে নিয়োগ হবে। আমাদের ভূমিকার জন্যই তা সম্ভব হয়েছিল।’’
NITISH TEJASHWI
শপথ নীতীশের, ২০২৪’র ভোটেই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেজস্বীর
×
Comments :0