NAJMUL HOSEN SHANTO STEPPED DOWN AS BANGLADESH TEST CAPTAIN

অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

খেলা

ছবি সৌজন্য - বাংলাদেশ ক্রিকেট অফিসিয়াল ফেসবুক পেজ

অধিনায়কত্ব ছাড়লেন শান্তশনিবার বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। কলম্বোতে শ্রীলংকার কাছে টেস্ট সিরিজ হারের পরই এই সিদ্ধান্ত জানান শান্ত। এই সিরিজে বাংলাদেশের অধিনায়কই ছিলেন সর্বোচ্চ স্কোরার। ৪ইনিংসে করেছেন ৩০০ রান। গত ২০২৩-র নভেম্বরে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন শান্ত। তার অধীনে ১৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মদ্দে  জিতেছে মাত্র ৪টিতে। গতমাসেই টিটোয়েন্টি ও একদিনের ফরম্যাট থেকেও তিনি অধিনায়কত্ব ছাড়েন। তার জায়গায় টিটোয়েন্টিতে অধিনায়কত্ব পান লিটন দাস এবং একদিনের ফরম্যাটে মেহদি হাসান। শনিবারের হারের পর তিনি জানিয়েছেন ' আমি আর টেস্টের অধিনায়ক হিসেবে কন্টিনিউ করতে পারছিনা । তবে এটা ব্যক্তিগত কারণে নয়। এই সিদ্ধান্ত আমি নিয়েছি দলের ভালোর জন্যই '। আগামী ২জুলাই তারিখে একদিনের ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন