Tamanna Kaliganj Killing

তামান্না খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত, ১৪ জন এখনও অধরা

রাজ্য জেলা

তামান্না খাতুনের খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার। পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম গাওয়াল শেখ এবং তাঁর পুত্র বিমল শেখ। তাদের মধ্যেই এক জন মূল মাথা বলে মনে করা হচ্ছে। তামান্নার মা সাকিনা বিবি অভিযোগ করেছিলেন গাওয়াল শেখ মূল মাথা। তিনিই বোমা ছোড়ার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করে তামান্নার মা। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে এই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।  দুজন সহ আজ পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু  ২৩ জনেই নাম অভিযোগ করা হয়েছিল। বাকি প্রায় ১৪ জনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা যাচ্ছে গাওয়াল শেখ কালীগঞ্জের একটি বুথের তৃণমূলের বুথ সভাপতির পদে রয়েছেন। পরিবারের তরফে যে এফআইআর করা হয়েছিল তাতে নাম ছিল গাওয়াল শেখের। কৃষ্ণনগর পুলিশের জেলার সুপার অমরনাথ কে বলেছেন, ‘‘গাওয়াল শেখ কালীগঞ্জ বোমাকাণ্ডের প্রধান অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে। শীঘ্রই সকল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে।’’
 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন