Panchayat Election

কেন্দ্রে বাহিনীর দাবিতে বিডিওকে ঘিরে বিক্ষোভ কালনায়

জেলা

Panchayat Election ক্যাপশন-কালনা ২ বিডিও অমিত কুমার চৌরাসিয়াকে তর্জনী উঁচিয়ে কাউন্টিং অফিসাররা বলছেন কেন্দ্রীয় বাহিনী না এলে তারা ভোট গণনায় অংশগ্রহণ করবেন না।


ভোট গণনা কেন্দ্রে সেন্ট্রাল বাহিনীর নিশ্চয়তা দিতে পারেননি বিডিও। তাই সোমবার ভিডিওকে ঘিরে কাউন্টিং অফিসাররা চরম বিক্ষোভ দেখান। ভোট গণনায় কেন্দ্রে বাহিনী না পেলে তারা কাউন্টিং-এ অংশগ্রহণ করবেন না বলেও হুঁশিয়ারিও দেন। ঘটনাটি কালনা ২ নম্বর ব্লকের। এদিন কালনা ২ বিডিও অমিত কুমার চৌরাশিয়া তাঁর নিজের দপ্তরে কাউন্টিং অফিসারদের নিয়ে একটি সভা করেন। সেই সভায় কাউন্টিং অফিসারদের পক্ষ থেকে ভোট গণনার সময় কেন্দ্র বাহিনী দেওয়ার দাবি তোলা হয়। কিন্তু বিডিও কেন্দ্রবাহিনী দেওয়ার নিশ্চয়তা দিতে পারেননি বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে কাউন্টিং অফিসারদের পক্ষ থেকে জানিয়েদেওয়া হয় কেন্দ্র বাহিনী না এলে তারা ভোট গণনায় অংশগ্রহণ করবেন না। এইসব কথাপোকথনের ভিডিও ক্লিপ সমাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারই পরিপ্রেক্ষিতে বিডিও অমিত কুমার চৌরাসিয়াকে ফোন করে ভোটগণনার নিরাপত্তার কথা জানতে চাওয়া হয়। নির্দিষ্ট করে জানতে চাওয়া হয় ভোট গণনার সময় কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা। সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, নিরাপত্তার ব্যাপারে কালনা থানা বলতে পারবে। এই ব্যাপারে কালনা থানার এক পুলিশ অফিসারকে ফোন করলে উনি ফোন ধরেননি। পরে কালনা মহাকুমার এক পুলিশ অফিসারকে ফোন করলে ব্যস্ততার অযুহাত দিয়ে বলেন এই বিষয়ে এননই কিছু জানাতে পারছি না। 

সিপিআই(এম) কালনা ২ এরিয়া কমিটির পক্ষ থেকেও গণনাকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের জোরালো দাবি তোলা হয়েছে।


 

Comments :0

Login to leave a comment