Anis Khans Family

হুমকির মুখে আনিস খানের পরিবার

জেলা

Anis khans family


পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন জানালেন আনিসের বাবা সালেম খান। বুধবার দুপুরে উলুবেড়িয়া প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্স করে সেই আবেদন জানান। এদিন প্রেস কনফারেন্সে আনিসের বাবা সালেম খান ছাড়াও উপস্থিত ছিলেন আমতা ২নম্বর পঞ্চায়েত সমিতির ৪১ নম্বর আসনে সিপিআই(এম) প্রার্থী তথা আনিসের মেজো দাদা সামসুদ্দিন খান, আইনজীবি সব্যসাচী চ্যাটার্জী ও ইমতিয়াজ আহমেদ। আনিসের বাবা সালেম খান বলেন, আমার মেজো ছেলে সামসুদ্দিন প্রার্থী হওয়ার পর থেকে আমার পরিবারকে হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছে। তৃণমূলীরা আমাকে হুমকি দিয়ে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, ভোটের পর বাড়ি ভাঙচুর করবো। গোটা পরিবারকে গ্রাম ছাড়া করবো। আমার ঘর ভেঙে ওখানে তৃণমূলের পার্টি অফিস বানাবে। এছাড়াও আমাদের বিভিন্নভাবে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আমাদের সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় লাগানো পোস্টার, ফেস্টুন ও ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আমি এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি নিরাপত্তা চাইছি। যে রাজ্য পুলিশ আমার ছেলেকে খুন করলো তারা আমাকে নিরাপত্তা দেবে কি করে? আমি তাদের বিশ্বাস করবো কি করে? নির্বাচনের জন্য আমার মেজো ছেলে ও আমাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক। আমি এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার, পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের স্পেশাল অবজার্ভার হাওড়া, হাওড়ার জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এস. পি., অফিসার ইনচার্জ আমতা থানা’কে ই-মেল করে জানিয়েছি। এখনও তাদের থেকে কোন উত্তর পাইনি। 

লিখিত বয়ানে তিনি জানিয়েছেন,  এই পঞ্চায়েত নির্বাচনে আমার পুত্র সামসুদ্দিন আমতা ২ নং ব্লকের  কুশবেড়িয়া থেকে পঞ্চায়েত সমিতির ৪১ নং আসনে সিপিআই(এম) প্রার্থী। গত কয়েকদিন যাবত হাঁসু খাঁ, প্রভাস দলুই ও কলিম খাঁ’র নেতৃত্বে বেশকিছু তৃণমূলের মস্তান আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং বলছে যে, নির্বাচনের পর তোদের বাড়িতে তৃণমূলের অফিস করব। বর্তমানে আমার বাড়ির সামনে পুলিশ পিকেট আছে। আমি ও আমার পুত্র সামসুদ্দিন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রচারে যেতে ভয় করছে। সাথে সাথে আশঙ্কা করছি যে, তৃণমূল কংগ্রেসের উপরোক্ত ব্যক্তিদের তরফ থেকে আমার ও আমার পরিবারসহ ঘনিষ্ঠদের বিরূদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। অনুগ্রহ পূর্বক আমাদের প্রচারের সময় ও নির্বাচনের সময় নিরাপত্তার ব্যবস্থা করবেন। ৮ই জুলাই নির্বাচনের দিন যাতে কুশবেড়িয়া অঞ্চলে সাধারণ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করছি।

 

Comments :0

Login to leave a comment