বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ছোট বাকরা এলাকায় ঘটে ঘটনাটি। যুবকের নাম গৌরপদ মণ্ডল(৪৩)। এদিন তিনি দুপুর ১টা নাগাদ মাঠ থেকে কাজ সেরে স্নান করে বাড়িতে আসেন। ঘরের মেজেতে পা রাখতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে অচৈতন্য হয়ে পড়েন। স্থানীয় শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে।
Comments :0