Auto service stopped

গোষ্ঠী কোন্দলের কারণে বন্ধ অটো রুট

রাজ্য জেলা

তৃণমূল কংগ্রেসের অন্তরদ্বন্দ্বে বন্ধ হয়ে রইল আগরপাড়া স্টেশন থেকে ডানলপ মোর পর্যন্ত অটো চলাচল। এই রুটটি তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়। আগরপাড়া অঞ্চলের বাসিন্দা এবং আগরপাড়া স্টেশনের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই রুটটি চালু করা হয়। প্রথমে ২৫ টি অটো নিয়ে এই রুটি শুরু হয়।
তৃণমূল পরিচালিত এই অটো ইউনিয়নের পক্ষ থেকে হঠাৎ করে নতুন ১৭টি অটোর পারমিট দেওয়া হয়। যা থেকে শুরু হয় গন্ডগোলের সূত্রপাত। অটো চালকদের একাংশের অভিযোগ ২৩০ নন্বর বাস এই রাস্তা দিয়ে যাতাজাত করে। তার সাথে অন্যান্য রুটের অটো এবং টোটো রয়েছে। তাদের কথায় যাত্রী বাড়েনি। হঠাৎ করে নতুন অটো যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যাত্রীর জন্য বসে থাকতে হচ্ছে তাদের। একেক দিন গ্যাসের দাম উঠছে না বলেও কয়েকজন জানিয়েছেন। 
এই পরিস্থিতি তৃণমূলের ইউনিয়নের একাংশ অটো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 
বেলঘড়িয়া থানায় চালকদের একাংশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্যার সমাধান না হলে তারা তাদের পরিবারের লোকদের নিয়ে রাস্তা অবরোধ করবে। প্রশাসনের পাশাপাশি দলীয় নেতৃত্বকেও তারা একথা জানিয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর কোন নেতার হাতে এই ইউনিয়নের রাশ থাকবে তার জন্য এই ঝামেলা। 
আর এই সমস্যার কারণে সপ্তাহের প্রথম কাজের দিনে চরম সমস্যার মুখে পড়েছেন।

Comments :0

Login to leave a comment