Adhir Chowdhury Migrant

রাজ্যের ব্যর্থতা বোঝাতে সম্বলপুরে পরিযায়ীদের বৈঠকে যাচ্ছেন অধীর

রাজ্য

ছবি সংগ্রহ থেকে।

বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে পাশের রাজ্য ওড়িশায়। সম্প্রতি সে রাজ্যের সম্বলপুরে পিটিয়ে হত্যা করা হয়েছে মুর্শিদাবাদের শ্রমিক জুয়েল রানাকে। সেই সম্বলপুরে যাচ্ছেন কংগ্রেস নেতা এবং বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী।
চৌধুরী জানিয়েছেন যে আগামী ৪ ডিসেম্বর সকাল দশটায় সম্বলপুরের সোনাপল্লীতে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে বৈঠক করবেন তিনি। 
এই কংগ্রেস নেতা বলেছেন, ‘‘সোনাপল্লীতে বাংলার পরিযায়ী শ্রমিকদের আসতে বলেছি। সম্বলপুরের জেলা কংগ্রেস সভাপতিও থাকবেন। ওড়িশাতেই আরও বড় আন্দোলনের চেষ্টা করব।’’
গত ৩০ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন অধীর। সেই সময়ে তিনি দিল্লিতে গিয়েছিলেন কংগ্রেসের জাতীয় স্তরের কমিটি এআইসিসি’র বৈঠকে। এসআইআর প্রক্রিয়ায় মতুয়াদের ভোটাধিকার রক্ষা এবং বাংলার পরিযায়ী শ্রমিক নিগ্রহ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছিলেন অধীর চৌধুরী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কংগ্রেস নেতা বলেন যে রাজ্যের সরকারে আসীন তৃণমূল পরিযায়ী শ্রমিকদের ওপর নিগ্রহের ঘটনায় প্রয়োজনীয় ভূমিকা নিচ্ছে না। পুলিশের ডিজি-স্তরে কথা হতে পারে। মুখ্যমন্ত্রীও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু সেসব হচ্ছে না। তৃণমূল নির্বাচন পর্যন্ত এই সমস্যা টিকিয়ে রেখে ভোটে ফয়দা তুলতে চায়। 
নিগ্রহ কেবল নয়, রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কোনও সমস্যায় পড়লে বারবার ছুটে গিয়েছে সিআইটিইউ’র মতো বামপন্থী সংগঠনগুলি। দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকদের দেহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট রাজ্যের সিআইটিইউ এবং সিপিআই(এম) ভূমিকা নিয়েছে। রাজ্য প্রশাসনের অনুপস্থিতিতে জেলা প্রশাসনকে নড়াতে ভূমিকা নিয়েছে বামপন্থীরা।

Comments :0

Login to leave a comment