Hanging Body

কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

জেলা

hanging body student recovered


নিজের পড়ার ঘর থেকে শুক্রবার সকালে একজন কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত অর্পিতা পালের (১৯) বাড়ি নাদনঘাট থানার দোগাছিয়া গ্রামে। সে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের স্নাতকে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। মৃতার কাকা বলেন, ওর কলেজে পরীক্ষা চলছে। দুটি সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পর  বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে নিজের পড়ার ঘরে যায়। শুক্রবার সকালে গিয়ে ওর মা দেখে যে অর্পিতার মৃতদেহ ঝুলছে। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে কালনা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। অর্পিতার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


 

Comments :0

Login to leave a comment