ফের প্ল্যাটফর্ম ফি বাড়ালো জোম্যাটো এবং সুইগি। ফলে দাম বাড়বে অনলাইন খাবারের। পাঁচ টাকা থেকে প্ল্যাটফর্ম ফি বেড়ে হচ্ছে ছয় টাকা। ইতিমধ্যে বেঙ্গালুরু এবং দিল্লিতে নতুন এই নিয়ম কার্যকরি করা হয়েছে।
জিএসটি, ডেলিভারি চার্জ বাদ দিও এই অনলাইন খাবার ডেলিভারি সংস্থা গুলোর বাড়তি একটি চার্জ হচ্ছে প্ল্যাটফর্ম ফি। অনলাইনে খাবার অর্ডার করার জন্য ক্রেতার সাথে হোটেল বা দোকানের যোগাযোগ হয় প্ল্যাটফর্মের মাধ্যমে। তার জন্য দিতে হয় বাড়তি টাকা।
জানা গিয়েছে দেশের বাকি শহর গুলোতেও এবার চালু হচ্ছে এই প্ল্যাটফর্ম ফি। জোম্যাটো গত বছর আগস্ট মাসে চালু করেছিল এই নিয়ম। সেই সময় চার্জ ছিল ২ টাকা। তারপর তা ধাপে ধাপে বেড়েছে। চলতি বছর আগস্ট মাসেই তা দাঁড়ায় ৫ টাকায়।
Online food delivery
দাম বাড়বে সুইজি, জোম্যাটোর খাবারের
×
Comments :0