রাষ্ট্রপতি পেড্রো কাস্তিলোর বিরুদ্ধে অপরাধের তদন্ত শুরু করছে আইনসভার উপসমিতি। বামপন্থী কাস্তিলো ২০২১’র জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন। দক্ষিণপন্থী কেইকো কুকিমারিকে হারিয়েছিলেন তিনি।
উপসমিতির এই সিদ্ধান্তে কাস্তিলোর প্রতিক্রিয়া, ‘‘নির্বাচিত রাষ্ট্রপতিকে ক্ষমতা থেকে সরানোর নতুন কৌশল চালু হয়েছে। এ এক ধরনের অভ্যুত্থান।’’ ব্রাজিলেও রাষ্ট্রপতি লুলা ডা সিলভাকে দুর্নীতির অভিযোগে জেলে পাঠানো হয়েছিল। অভিযোগ প্রমাণ হয়নি। সম্প্রতি লুলা ফের জয়ী হয়েছেন রাষ্ট্রপতি ভোটে।
পেরুর জাতীয় সংসদের সাংবিধানিক অভিযোগ বিষয়ক উপসমিতিতে কাস্তিলোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। দুষ্কৃতীমূলক কাজে জড়িত থাকা, দুষ্কৃতী চক্র চালানোর মতো অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।
সংবাদসংস্থা ‘টেলেসুর’ জানাচ্ছে, সংবিধান অনুযায়ী সাধারণ অপরাধ বা দুর্নীতির অভিযোগে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যায় না। রাষ্ট্রদ্রোহ বা নির্বাচনে অন্তর্ঘাতের অভিযোগে তদন্তের সংস্থান কেবল রয়েছে সংবিধানে। তা সত্ত্বেও উপসমিতি প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে। শুনানির পর রিপোর্টের ভিত্তিতে সংসদের পূর্ণ অধিবেশনে বিষয়টি আলোচনায় আসতে পারে।
Comments :0