High Court

বিনীত গোয়েলের মামলা থেকে সড়লেন প্রধান বিচারপতি

রাজ্য

আরজি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে হওয়া মামলা থেকে অব্যাহতি নিলেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। এদিন ব্যাক্তিগত কারন দেখিয়ে মামলা থেকে সড়ে দাঁড়িয়েছেন তিনি। 
আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর লালবাজার থেকে সাংবাদিক সম্মেলন করে নির্যাতীতার পরিচয় প্রকাশ্যে আনেন তৎকালিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আইন অনুযায়ী এই কাজ অনৈতিক। নির্যাতীতার ও তার পরিবারের পরিচয় কখনও প্রকাশ্যে বলা যায় না। তদন্তের নাম করে তার প্রকাশ্যে আনেন বিনীত। 
বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এর বিরুদ্ধে মামলা দায়ের হয়। প্রধান বিচারপতি বেঞ্চে হয় এই মামলায়। সেই মামলা থেকে এদিন সড়ে দাঁড়ালেন প্রধান বিচারপতি। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি হবে।

Comments :0

Login to leave a comment