কাউন্টিং কালিয়াগঞ্জে একটি গণনা কেন্দ্রে চরম অব্যবস্থা। অচৈতন্য হয়ে পরলেন সি পি আই (এম) প্রার্থী সুনীতা সরকার। কালিয়াগঞ্জ ডি সি আই সি গণনা কেন্দ্রেতে ফ্যানের ব্যবস্থা নেই, অক্সিজেনের অভাব। কাউন্টিং টেবিলে গুরুতর অসুস্থ প্রার্থী সুনিতা সরকার মনোহর পুর সংসদের প্রার্থী ছিলেন। ডি সি আই সি তে এমবুলেন্সের ব্যবস্থা নেই। পার্টি কর্মীদের মোটর বাইকে কালিয়াগঞ্জ হাসপাতালে আনা হয়েছে।
অন্যদিকে ধূপগুড়িতে গণনা কেন্দ্রের বাইরে লোক জড় করায় পুলিশের হাতে থাপ্পড় খেয়ে চম্পট দেয় তৃণমূলী দুষ্কৃতী বাহিনী।
Comments :0