স্থানীয়রা জানাচ্ছেন এবছর ওই কালি পুজো কমিটির পক্ষ থেকে দুটি প্রতিমা রাখা হয়েছিল একটি ছোট, যা মূল প্রতিমা অন্যটি হলো থিমের। পুলিশের আপত্তি ওই থিমের প্রতিমাকে কেন্দ্র করেই। থিমের প্রতিমায় দেখা যাচ্ছে যে প্রতিমার কোলে রয়েছে রক্তাক্ত একজন মহিলা চিকিৎসক। আর প্রতিমার পায়ের কাছে পড়ে আছেন একজন ব্যাক্তি, যার মুখের আদল আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মতো। বুঝতে অসুবিধা নেই যে আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার বিচার এবং প্রতিবাদ দুটোই থিমের মাধ্যমে উঠে এসেছে।
উদ্যোক্তাদের দাবি পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয় যে এই ধরনের মডেল তারা ব্যবহার করতে পারবে না। পরবর্তী সময় থানার আধিকারিকরা এসে মূর্তি বদলে দেন। মহিলা চিকিৎসকের বদলে একজন রক্তাক্ত ব্যাক্তির মডেল রাখা হয়। পায়ের তলায় থাকা মডেলের মাথায় পড়িয়ে দেওয়া হয় হেলমেট। পথ দুর্ঘটনার একটি চিত্র তুলে ধরার চেষ্টা করে পুলিশ। পুলিশের এই জুলুম নিয়ে ইতিমধ্যে এলাকায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
Comments :0