দুই পরিবার থেকেই সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিকার বিয়ের আগের দিনই প্রেমিক প্রেমিকা উভয়েই চলন্ত রেলের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। শনিবার ঘটনাটি ঘটে ছাতনা ব্লকের আড়রা গ্রামপঞ্চায়েতের বনগ্রাম গ্রামে। মৃতরা হল সুরজিৎ মাঝি( ২৪) ও রিয়া মাঝি( ২২)।
এলাকা সূত্রে জানা গেছে দীর্ঘদিন দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুটি পরিবারই এটি মেনে নেয়নি। রবিবার রিয়ার বিয়ের দিন ধার্য্য ছিল। শনিবার দুজনেই একসঙ্গে মিলিত হয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করে।
Lover Suicide
সম্পর্ক মানেনি পরিবার, বিয়ের আগের দিন আত্মহত্যা যুগলের
×
Comments :0