Lunar eclipse

আজ চন্দ্রগ্রহণ দেখা যাবে কলকাতায়

আন্তর্জাতিক

মঙ্গলবার বছরের শেষ চন্দ্রগ্রহণ। কার্তিক পূর্ণিমার এই চন্দ্রগ্রহণ নিয়ে স্বভাবতই সকলের মধ্যে কৌতূহল রয়েছে। ৮ নভেম্বরের এই চন্দ্রগ্রহণ এশিয়াউত্তর আমেরিকাউত্তর-পূর্ব ইউরোপ ও আমেরিকা থেকে দেখা যাবে। ভারতের বিভিন্ন শহরে থেকে ভালোই দেখা যাবে চাঁদের এই পূর্ণগ্রহণ। 

চাঁদের এই পুরো ঢাকা পড়ে যাওয়া দেখতে তাই রাজ্যবাসীর বিকাল থেকে আকাশের ওপর নজর থাকবে। চন্দ্রগ্রহণের শুরু হবে বিকেল ৫.৩৫ মিনিটে। আর চন্দ্রগ্রহণ শেষ হওয়ার সময় ৬.১৮ মিনিট। ৪৫ মিনিট ৫২ সেকেন্ড দেখা যাবে এই গ্রহণ। কলকাতায় এই গ্রহণ দেখা যাবে বিকেল ৪ টে ৫৫ মিনিট থেকে। 

চাঁদপৃথিবী ও সূর্য যখন একই সরলরৈখিক তলে অবস্থান করেতখন গ্রহণ ঘটে। চাঁদপৃথিবী ও সূর্য এক সরলরেখায় থাকার ফলে চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়েসেখানে পৌঁছাতে পারে না সূর্যের আলো। চাঁদকে তখন সম্পূর্ণরূপে দেখা যায় না কিছুক্ষণের জন্য। এটিই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সূর্যপৃথিবীচাঁদ এক সরলরেখায় থাকলেপৃথিবীর ছায়া আংশিক যদি চাঁদে পড়েতাহলে চাঁদকে আংশিকভাবে দেখা যায় না। তখনই আংশিক চন্দ্রগ্রহণ সম্পন্ন হয়।     

Comments :0

Login to leave a comment