Manipur CM resignation

ইস্তফা দিতে গিয়েও ফিরে এলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

জাতীয়

ইস্তফা দিয়েও দিলেন না মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। মণইপুর হিংসা দমনে কার্যত সম্পূর্ণ রুপে ব্যর্থ বিরেন সিংয়ের পদত্যাগ দাবি করেছে ওই রাজ্যের বাসিন্দারাই। টানা দুমাসের কাছাকাছি সময় পরেও এখনও উত্তপ্ত মণিপুরের পরিস্থিতি। প্রায় নিত্য দিনই বাড়ছে হিংসার ঘটনা। এমন পরিস্থিতিতে শুক্রবার সকালে মণিপুরের রাজ্যপালের কাছে ইস্তফা পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েও গাড়ি ঘুরিয়ে ফের নিজ বাস ভবনে ফিরে আসেন এন বিরেন সিং। মণিপুর সরকারের এক মন্ত্রীর দাবি সাধারণ মানুষের চাপে পরেই আর ইস্তফা দেননি বিরেন সিং। তিনি গাড়ি নিয়ে বেরোনোর পরেই দেখেন মহিলারা মানব বন্ধন করে তার পথ আটকে দিয়েছে। এমনকি তার ইস্তফা পত্রেরও কপি ছিড়েও তারা প্রতিবাদ জানায়, বলে দাবি করেন ওই মন্ত্রী।


প্রসঙ্গত বর্তমানে মণিপুর সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সেখানে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন তিনি। কিভাবে শান্তি ফেরানো যায় সেই পথ খুজতেই আলোচনা। ইম্ফলের এক হোটেলে এদিন ইউনাইটেড নাগা কাউন্সিলের নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। মণিপুরের কংগ্রেস রাজ্য সভাপতি কেইশাম মেঘাচন্দ্রও উপস্থিত ছিলেন ওই বৈঠকে

Comments :0

Login to leave a comment