শরিফুল শেখ (২২) নামের একজন পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি পূর্বস্থলী থানার আটপাড়া গ্রামে। রবিবার সকালে পূর্বস্থলী থানার হামিদপুর গ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের বাবা মনসুর শেখ জানান, আমার ছেলে হামিদপুর গ্রামের একটি মেয়েকে ভালোবাসতো। তার সঙ্গে বিয়ে হওয়ার কথাও ছিল। অন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় শরিফুল কবে পশ্চিমবঙ্গে ফিরলো আমাদের জানা নেই। রবিবার সকালে আমার হবু বৌমার বাবা আমাকে ফোন করে জানায় আমাদের গ্রামের একটি গাছে শরিফুলের মত একটি ছেলে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তুমি ওকে ফোন করে দেখো কি অবস্থায় সে আছে। এরপর শরিফুলকে ফোন করলে তার ফোনের সুইচ অফ দেখায়। সঙ্গে সঙ্গে অন্ধপ্রদেশে শরিফুলের মালিকের কাছে ফোন করলে তিনি জানান, শরিফুল তিন দিন আগে এখান থেকে চলে গেছে। খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কালনা মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেখানে এদিন মৃতদেহের ময়নাতদন্ত হয়।
Migrant Worker Death
পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু
×
Comments :0