Panchatat violence police reaction

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, পঞ্চায়েত হিংসা নিয়ে আজব তথ্য রাজ্য পুলিশের ডিজির

রাজ্য

পঞ্চায়েত নির্বাচন নিয়ে লাগাতার হিংসা জারি থাকলেও রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালব্য মঙ্গলবার জানান রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। তারপরেও রাজ্য পুলিশের এই দাবি নিয়ে কার্যত প্রশ্ন উঠছে। মনোজ মালব্যর আরও দাবি দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা গটলেও পুলিশ তা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কিন্তু বাস্তবে বিরোধী সহ সরকার পক্ষের সমর্থকরা খুন হয়েছে। সেই সব মামলার কোনও নিষ্পত্তি করতে পারেনি পুলিশ প্রশাসন।

বিহার ও ঝাড়খন্ড পুলিশের সঙ্গে বৈঠক শেষে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে বলার সময় এমনটাই দাবি করেছেন রাজ্য পুলিশের ডিজিপি। হিংসা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের পর পরিসংখ্যান দিয়েও তিনি পূর্ণাঙ্গ তথ্য দেবেন বলে জানান এদিন। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে লাগাতার রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে রাজ্যে। শুধুমাত্র মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙরের পরিস্থিতি মৃত্যু হয়েছিল ৩ জনের। তারপরও পুলিশ নির্বাচন কমিশনের কাছে হিংসা নিয়ে কোনও তত্য দেয়নি। তারপরও একের পর এক খুন হচ্ছে। মারা যাচ্ছেন তৃণমূল কর্মীরাও তাতেও নিশ্চুপ প্রশাসন। আর মঙ্গলবার রাজ্য পুলিশ দিডির এমন তথ্য কার্যত হতবাক রাজ্যবাসী।

Comments :0

Login to leave a comment