Panchayet Election cpim result

জোর লড়াই সিপিআই(এম) সহ বামপন্থী প্রার্থীদের

জেলা

প্রহসনের পঞ্চায়েত ভোটেও যেখানে যেখানে লড়াই করার সুযোগ পেয়েছে সিপিআই(এম) সহ বামপন্থী দলগুলো সেখানেই জয় এসেছে। পশ্চিম বর্ধমানের আমরাসোতা গ্রাম পঞ্চায়েতে নিরঙ্কুশ ভাবে জয়ী সিপিআই(এম)। বাঁকুড়া আঞ্চুরি অঞ্চলের তিনটি আসনে জয়ী সিপিআই(এম) প্রার্থী। বীরভূমের নলহাটিতে জয় বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থীরা। ২ ব্লকের বারা ১ গ্রাম পঞ্চায়েত বামফ্রন্ট-কংগ্রেস জোটের দখলে। ২২টি আসনের মধ্যে ১২টিতে জয়ী জোট প্রার্থীরা ও ১০টিতে এগিয়ে তৃণমূল। বারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতও জয়ী বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থীরা। সেখানে ২৪ টির মধ্যে ইতিমদ্যে ১৪ টি আসনে জয়ী জোট। এখনও অধিকাংশ আসনে ভোটের ফলাফল প্রকাশ হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ফলাফল আরও পরিবর্তিত হবে।


এদিকে গণনার আগেই ২৫৩টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের তৃণমূলের। বিরোধীদের হুমকি, ভয় দেখিয়ে মনোনয়ন জমা করতে দেয়নি তৃণমূল। মনোনয়নে বাঁধাও দেয়। এমনকি কোথাও কোথাও আবার মনোনয়ণ জোর করে তুলতে বাধ্য করা হয় বিরোধী প্রার্থীদের। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও চরম উত্তেজনার ছবি আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ভোটের দিন বিভিন্ন জায়গায় চলে ছাপ্পা। সেখানে দাড়িয়ে ২৫৩টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের উচ্ছাস করছে তৃণমূল।

Comments :0

Login to leave a comment