Taliban Banned Beauty Parlour

মহিলাদের বিউটি পর্লারে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি তালিবানের

আন্তর্জাতিক

এবার আফগানিস্থানে মেয়েদের বিউটি স্যালোঁ বা পার্লারে যাওবার ওপরে নিষেধাজ্ঞা জারি করল তালিবান সরকার। আফগান মহিলাদের স্বাধিকারের ওপর বারবার আক্রমন করেছএ তালিবান সরকার। এমনকি মেয়েদের লেখাপড়ার ওপরে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। সে দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন না বা উচ্চ শিক্ষা নিতে পারবে না। চাকরি ক্ষেত্রেও যথেষ্ট বাঁধা রয়েছে মহিলাদের। কি কারণে আফগানস্থানে মহিলাদের বিউটি স্যালোঁতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে তা স্পষ্ট করে বলেননি তালিবান সরকারের মন্ত্রী সিদিক আকিফ মহাজার।


জুনের ২৪’এ একটি মৌখিক বিজ্ঞপ্তি জারি করেছিল তালিবান সরকার। সেখানে কাবুল, সহ দেশের সর্বত্র মহিলদের বিউটি স্যাঁলো গুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং নির্দেশ অনুযায়ী আগামী ১ মাসের মধ্যে তা কার্যকরি করতে হবে। যদিও হিবাতুল্লা আখুনযাদার সরকারের দাবি মহিলাদের জন্য লাগাতার কাজ করছে আফগানিস্থানের তালিবান সরকার। কিন্তু বাস্তবে ১৯৯১’র মতোই একের পর এক বিষয়ে মহিলাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে যাচ্ছে তালিবান সরকার। খর্ব করছে মেয়েদের অধিকার। ব্যক্তি স্বাধিনতা থেকে লএখা পড়ার অধিকারও কেড়েছে তারা। এমনকি বাড়ির বাইরেও একলা যাওয়ার অধিকার নেই মহিলাদের। তাদের সঙ্গে থাকতে হবে পুরুষ সঙ্গী নইলে ব্যবস্থা নেবে তালিবান সরকার।

Comments :0

Login to leave a comment