অনশনে জুনিয়র ডাক্তাররা। সংহতিতে রাজ্যের নাগরিকরা বারবার নামছেন রাস্তায়। এই আবহেই শনিবার কলকাতায় আকাদেমি অব ফাইন আর্টসের সামনে চলছে ‘দ্রোহের সংস্কৃতি’।
আর জি কর হাসপাতালে নির্যাতিতা নিহত চিকিৎসকের বিচারের দাবিতে ১৫ অক্টোবর ‘দ্রোহের কার্নিভাল’ দেখেছে বাংলা। দেখছে সারা দেশ। সংস্কৃতি কর্মীরা আবৃত্তি, গানে, নাটকে তুলে ধরছেন ক্ষোভের ভাষা। ‘দ্রোহের সংস্কৃতি’ কর্মসূচিতে বহুজনের কাছে তুলে ধরা হচ্ছে এই বার্তা।
‘কথাবার্তা’, ‘সংস্কৃতি সমন্বয়’ ও ‘সৌভ্রাতৃত্ব’- এই তিন সংগঠনই মুখ্যত আয়োজক এই কর্মসূচির। তবে যোগ দিয়েছেন বিভিন্ন অংশের সংস্কৃতিকর্মীরা। বিচার চাওয়ার দাবি রয়েছেই। সঙ্গে দাবি উঠেছে, প্রমাণ লোপাট করেছে যারা, শাস্তি দিতে হবে তাদেরও।
শনিবার থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত আকাদেমির সামনে রানুচ্ছায়া মঞ্চে চলবে এই কর্মসূচি। আয়োজকরা জানাচ্ছেন প্রতীকী অনশন, গান, নাটক, নাচ, আঁকা কবিতা পাঠ চলবে। বিশিষ্ট চিত্রশিল্পী দিপালী ভট্টাচার্যের আঁকা ছবিও কর্মসূচির অংশ।
THE REBELLION IN CULTURE
আকাদেমির সামনে ‘দ্রোহের সংস্কৃতি’
×
Comments :0