CPI(M) rally on Bangladesh

বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নে প্রতিবাদ মিছিল বেলঘরিয়ায়

জেলা

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বিভিন্ন উপাসনার জায়গায় হামলার প্রতিবাদে মিছিল করল সিপিআই(এম) টেক্সম্যাকো-দেশপ্রিয় নগর এরিয়া কমিটি। 
রবিবার মিছিল থেকে দাবি করা হয়, বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকে। স্লোগান ওঠে, 'বিশ্বজুড়ে সংখ্যালঘুদের নিপীড়ন বন্ধ করতে হবে'।
রবিবারের প্রতিবাদ মিছিলে দেশপ্রিয় নগরের দীর্ঘ পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন, সিপিআই(এম) নেতা প্রদীপ মজুমদার, প্রাক্তন পৌর প্রধান তমাল সাহা, সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক, ছাত্র-যুব-মহিলারা।
সিপিআই(এম) সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদ জনাচ্ছে সর্বত্র। মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায়। দেশের ভেতরেও বিজেপি-আরএসএস’র সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার রাজনীতির বিরোধিতায় সরব রয়েছে। বিভাজনের শক্তিকে পরাস্ত করার ডাক দিয়েছে পার্টি।

Comments :0

Login to leave a comment