বিহারের পূর্নিয়ার টিকাপট্টি থানা এলাকার গড়িয়ারী গ্রামের ক্ষেতে মঙ্গলবার বিকেলে হঠাৎ এগারো হাজার ভোল্টের বিদ্যুৎ সরবরাহ তার পড়ে একই পরিবারের চারজন মহিলার মৃত্যুর হয়েছে। এদিন বিকেলে মহিলা শ্রমিকরা ধান ক্ষেতে চারা রোপন করছিলেন। সেইসময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে পড়ে। আর ঘটনস্টলে তিনজন মহিলা শ্রমিকের মৃত্যুর হয়। একজনের হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যুর হয় বলে জানা গেছে। এই ঘটনার পর গ্রামের লোকজন বিদ্যুৎ দপ্তরে খবর দেয়। আর তৎক্ষণাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার পরে গ্রামে শোকের আবহ তৈরি হয়।
খবর পেয়ে টিকাপত্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, চারটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পূর্ণিয়া সদর হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পৌঁছায় পূর্ণিয়া সদর থেকে জেলার আধিকারিকরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন।
Comments :0