আন্দোলনের ভরকেন্দ্র ২৯৭ একর জমি। ২০ বছর আগে তৎকালিন বামফ্রন্ট সরকার এই জমি অধিগ্রহন করেছিল। বোলপুরের উপকন্ঠে থাকা শিবপুর মৌজার সেই জমি আজ বহু চর্চিত। অধিগ্রহনের উদ্দেশ্য ছিল শিল্প স্থাপন। বামফ্রন্ট সরকারের আমলে ৪৫০ পরিবারের প্রায় ১২৮৯ জন কৃষক দিয়েছিলেন সেই জমি। শিল্প হলে কাজ হবে, ঘুচবে অনটন- এই আশাই দেখেছিল শিবপুর মৌজার মানুষজন।
নূরপুর, কাশীপুর, সাবিরগঞ্জ, রায়পুর এবং বোলপুরের অসংখ্য জমিদাতা জমি দিয়েছিলেন।
কিন্তু আজ কি হচ্ছে শিবপুরে ? শিল্প না হয়ে জমিতে বড়লোকের কটেজ তৈরি করা হচ্ছে। বহু দামে বিক্রি করার জন্য, যার পোশাকী নাম দেওয়া হয়েছে ‘গীতবিতান থিম সিটি’। এর বিরুদ্ধে এদিন মহাসমাবেশের ডাক দেওয়া হয়। সেই সমাবেশে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি এবং আব্দুল মান্নান। এছাড়া বোলপুরের শিবপুর গ্রামে সেভ ডেমোক্রেসির মহা সমাবেশে উপস্থিত ছিলেন দিপালী ভট্টাচার্য,অশোক নাথ বসু প্রমুখ। সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের সভা থেকে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মীনাক্ষী মুখার্জি।
Bolpore
শিল্পের দাবিতে সভা বোলপুরে
×
Comments :0