RG Kar Student Death

সঞ্জয়ের ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজত

রাজ্য

আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে পাঠালো আদালত। সিবিআই হপাজতে থাকা সঞ্জয়কে এদিন শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়।
এদিন সিবিআইয়ের আইনজীবীর পক্ষ থেকে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়। আদালত তাতে সম্মতি জানিয়েছে। 
আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যে সঞ্জয় ওই তরুণীকে খুন এবং ধর্ষণ করেছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট অন্য কথা বলছে।
উল্লেখ্য আরজি কর হাসপাতালে সঞ্জয়ের অবাধ যাতায়াত ছিল বলে জানা গিয়েছে। তৃণমূল নেতাদের ঘনিষ্ট ছিল বলেও জানা যাচ্ছে। 
টানা সাতদিন দফায় দফাব জেরা করা হচ্ছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। নির্যাতীতার পরিবারের পক্ষ দাবি করা হয়েছে সন্দীপকে গ্রেপ্তার করার। সন্দীপেরও পলিগ্রাফ টেস্ট করার পরিকল্পনা সিবিআইয়ের আছে বলে জানা গিয়েছে।  
এদিন নির্যাতীতার বাবা, মা সিবিআই তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তারা দাবি জানিয়েছেন দ্রুত তদন্ত শেষ করার। নির্যাতীতার বাবা বলেন, ‘‘আমরা তৈরি আন্দোলনে যোগ দেওয়ার জন্য। তারা আমাদের মেয়ের জন্য প্রতিবাদ করছে। আমরাও তাদের পাশে থাকতে চাই।’’
শুক্রবার তারা ফের দাবি করেন প্রথম থেকে তদন্তে কাউকে আড়াল করা হচ্ছে। কলকাতা পুলিশ তদন্তের প্রথম দিকে পরিবারের সদস্যদের সাথে কোন সহযোগীতা করেনি বলে দাবি করে নির্যাতীতার পরিবার।

Comments :0

Login to leave a comment