এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহার করা হয়। এখন হয়, আগেও হত। তবে এখন তা মানতে নারাজ জাতীয় নির্বাচন কমিশন। বয়সের প্রমাণ থাকা মাধ্যমিক অ্যাডমিট কার্ড এসআইআর শুনানিতে গ্রহণযোগ্য হবে না বলে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে রাজ্য সিইও দপ্তরে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, মাধ্যমিক (দশম শ্রেণির) অ্যাডমিট কার্ড শুনানির স্বীকৃত নথি হিসেবে অনুমোদন দেওয়া হচ্ছে না। কমিশন জানাচ্ছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর, নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে, নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের উল্লেখ ছিল না। তাই তা গ্রহণ করা যাবে না।
ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর আগে যে ১১টি নথির কথা উল্লেখ করা হয়েছিল তাতে মাধ্যমিক সার্টিফিকেটকে গ্রহণযোগ্য বলা হলেও অ্যাডমিট কার্ড ছিল না। যুক্তি ছিল সার্টিফিকেটে জন্ম তারিখ এবং সালের উল্লেখ আছে। পরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও নথি হিসেবে যুক্ত করার আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করলো না নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, এনামুরেশন ফর্ম এবং আগের ভোটার তালিকায় থাকা তথ্যের মধ্যে তথ্যগত অসঙ্গতির কারণে বহু ভোটারকে ডেকে পাঠানো হচ্ছে শুনানিতে। যাদের ১২টি নির্দেশিত নথির কোনও একটা দেখাতে হবে। তবে গত ২৭ অক্টোবর মাসে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে, যাচাইয়ের নথি হিসেবে তারমধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের উল্লেখ নেই। কমিশনের পক্ষ থেকে যে ১২ নথির কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে।
১। যেকোন পরিচয়পত্র/ কেন্দ্রীয় বা রাজ্য সরকার/ রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোন নিয়মিত কর্মী। পেনশনপ্রাপকে দেওয়া পেনশন পেমেন্ট অর্ডার।
২। ১৯৮৭ এই তারিখের পর্বে সরকার। স্থানীয় কর্তৃপক্ষ/ ব্যাঙ্ক/ ডাকঘর/ ভারতীয় জীবনবিমা নিগম/ রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতে প্রদত্ত যে কোন পরিচয়পত্র/ শংসাপত্র/ নথি
৩। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংশাপত্র
৪। পাসপোর্ট
৫। স্বীকৃত পর্ষদ/ বিশ্ববিদ্যালয় করতৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন/ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
৬। রাজ্যের উপযুক্ত কতৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র।
৭। বনভূমি অধিকর শংসাপত্র।
৮। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনান্য অনগ্রসর সম্প্রদায়/ তপশিলি জাতি/ তপশিলি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র। নাগরিকদের জাতীয় রেজিস্টার( যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে।
১০। রাজ্য। স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার।
১১। কোনো জমি/ বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র।
১২. সুপ্রিম কোর্টের আদেশের পরে আধার কার্ড যুক্ত করা হয়েছে।
জন্মের সাল, তারিখ উল্লেখ থাকায় কমিশন ১২টি নথির মধ্যে মাধ্যমিকের সার্টিফিকেটকে গ্রহণযোগ্য বলে। স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্রেরও উল্লেখ ছিল। তবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা উল্লেখ ছিল না। তবে অ্যামডিট কার্ড গ্রহণ করা হয়েছিল জেলায় জেলায়। রাজ্য সিইও দপ্তরে সঙ্গে জেলা শাসকদের ভিডিয়ো কনফারেন্সে অ্যাডমিট কার্ড নেওয়ার ক্ষেত্রে সওয়াল করা হয়। তারপর জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লেখে রাজ্যের রাজ্য সিইও দপ্তর। এদিন এসআইআর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করা হয়।
Election Commission
শুনানিতে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জানালো কমিশন
×
Comments :0