Save River Jamuria

ধস্ত হচ্ছে নদী, সিঙ্গারণ বাঁচাতে পদযাত্রা জামুড়িয়ায়

জেলা

নদী বাঁচানোর পদযাত্রায় ছাত্রছাত্রীরাও।

মলয়কান্তি মণ্ডল: রানিগঞ্জ


জামুড়িয়ায় সিঙ্গারণ নদী দখল করে জমিতে কারখানা তৈরি, অবৈধ বালি খাদান তৈরি হয়েছে। নদী-দূষণের মাত্রায় গভীর উদ্বেগ এলাকায়।
কারখানা মালিকদের হাত থেকে নদী-পরিবেশ-প্রকৃতি বাঁচাতে রাস্তায় নামল ‘সিঙ্গারণ নদী বাঁচাও কমিটি’। শনিবার জনসচেতনতা গড়ে তুলতে ইকড়া থেকে পদযাত্রা শুরু করে এই মঞ্চ। ছাত্রছাত্রী সহ মহিলা পুরুষ নির্বিশেষে ব্যাপক অংশের মানুষ পদযাত্রার শামিল হন। 
বাংলার নদীমাতৃক জনপদের পরিচিত ভবিষ্যত বিপন্ন। সরকারের ঔদাসীন্যে একের পর এক নদনদী মরে যাচ্ছে। এ ভাবে নদনদীর মৃত্যু হতে থাকলে বিপন্ন হবে বহু এলাকা। এই অভিযোগ  পরিবেশকর্মী ও নদী আন্দোলনে যুক্ত মানুষজনের। 
পদযাত্রীরা হুঁশিয়ারী দিয়ে বলেন, আগামীদিনে তীব্র হবে নদী বাঁচানোর আন্দোলন। এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় নদী বাঁচাও কমিটির আহ্বায়ক তাপস দাস, অধ্যাপক দীপক মুদি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক কল্লোল ঘোষ,  চাঁদু রাম, আমরাসোতা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় হেমব্রম প্রমুখ। 
সিঙ্গারণ নদী ইকড়া থেকে দামোদর পর্যন্ত প্রায় ৪০ কিমি গতিপথে  নাব্যতা হারিয়েছে। জামুড়িয়া, রানিগঞ্জ, অণ্ডাল ব্লকের এলাকায় জলসঙ্কট তীব্র হচ্ছে। নদী সংলগ্ন এলাকায় কৃষিকাজের সেচ ব্যবস্থা ধ্বংস হয়েছে। 
ঠিক কী কী কারণে সিঙ্গারণের  এমন সংকটজনক অবস্থা? 
পরিবেশ প্রেমীরা জানাচ্ছেন,  জামুড়িয়া লাগোয়া এলাকায় কারখানার বর্জ্য নদীকে দুষিত করছে। সিঙ্গারণের পাড়ে যথেচ্ছ আর্বজনা ফেলা হচ্ছে। শহরের বিভিন্ন নিকাশি নালার জলও মিশছে নদীতে। তার ওপর ধুয়ে যাওয়া মাটি, বালিতেও খাত ভরেছে। অথচ নদীর খাত সংস্কার বা খনন করে নাব্যতা বাড়ানোর কাজ হয়নি। নদী নিয়ে বাসিন্দাদের সচেতন করে তোলার ভাবনাও সে ভাবে হয়নি। সিঙ্গারণ নদী বাঁচাও কমিটির আহ্বায়ক অজিত কোড়া জানান, জন সচেতনতা গড়ে সাধারণ মানুষকে নদী বাঁচাও আন্দোলনে যুক্ত করা হচ্ছে। তিনি জানান, জেলার ছোট নদীগুলো দামোদর ও অজয় নদীকে পরিপুষ্ট করছে। জল-জমি-জঙ্গলের অধিকার বিপন্ন। নদী চুরি হচ্ছে। সরকার উদাসীন। নদী এবং পরিবেশ রক্ষা করেই উন্নয়ন হোক। এলাকাজুড়ে সে কথাই জানালো নদী বাঁচাও  পদযাত্রীরা । 
রবিবার রানিগঞ্জ থেকে অণ্ডালে সিঙ্গারণ ও দামোদর সংযোগস্থলে পদযাত্রা শেষ হবে।

Comments :0

Login to leave a comment