প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করলেন। এই অত্যাধুনিক ট্রেনটি হাওড়া এবং গুয়াহাটি’র মধ্যে চলবে এবং ভ্রমণকে দ্রুত, আরামদায়ক এবং সুবিধাজনক করে তুলবে। ট্রেনটি অত্যাধুনিক, ১৬টি কোচ বিশিষ্ট এবং একসাথে ৮২৩ জন যাত্রী বহন করতে সক্ষম। হাওড়া থেকে গুয়াহাটি দূরপাল্লার যাত্রায় বিলাসবহুল বিছানায় শুয়েই গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা। ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলমান এই সম্পূর্ণ এসি ট্রেনটিতে বিলাসবহুল বার্থ, দ্রুত-গতির ওয়াই-ফাই, সিসিটিভি, স্বয়ংক্রিয় দরজা এবং অগ্নি নিরাপত্তার মতো আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। দেশের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন আজ থেকে লাইনে চলাচল শুরু করবে। আগামী ১৮ জানুয়ারি থেকে সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি সবদিন ছাড়বে হাওড়া থেকে। হাওড়া থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছেড়ে গুয়াহাটি পৌঁছাবে পরদিন সকাল ৮টা ২০ মিনিটে। হাওড়া থেকে কামাখ্যা থার্ড এসির ভাড়া ২ হাজার ২৯৯ টাকা। নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভাড়া হবে ১ হাজার ৩৩৪টাকা। মালদা টাউন পর্যন্ত ৯৬০ টাকা। দ্বিতীয় এসি (2AC) হাওড়া থেকে কামাখ্যা ২ হাজার ৯৭০ টাকা। নিউ জলপাইগুড়ি পর্যন্ত ১ হাজার ৭২৪ টাকা। মালদা টাউন পর্যন্ত ১ হাজার ২৪০টাকা। প্রথম এসি (1AC) হাওড়া থেকে কামাখ্যা ৩ হাজার ৬৪০ টকা। নিউ জলপাইগুড়ি পর্যন্ত ২ হাজার ১১৩ টাকা। মালদা টাউন পর্যন্ত ১ হাজার ৫২০ টাকা। রেলের তরফে বলা হয়েছে, খাবারের চার্জও যুক্ত করা হয়েছে এই ভাড়ার মধ্যে। সঙ্গে ৫ শতাংশ জিএসটি।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর ট্রেনে হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কালিয়াচক-সহ বিভিন্ন স্টেশনে চিঠি পাঠিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ। পুলিশকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে।
রেলওয়ে প্রোটেকশন ফোর্স মালদহ জেলার কালিয়াচক থানার আইসি-কে একটি চিঠি পাঠিয়ে সতর্ক করেছে। সতর্ক করে বলা হয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া ও কালো পতাকা দেখানোর মতো ঘটনা ঘটতে পারে। গোপন সূত্রে এই ষড়যন্ত্রের খবর পাওয়ার পরই প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে দাবি আরপিএফের। আরপিএফ সূত্রে জানা গেছে, সুবোধ কুমার সাউ নামে এক ব্যক্তি ইমেইলের মাধ্যমে হামলার বিষয়ে তথ্য দিয়েছেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে। দাবি করা হয়েছে, ট্রেনটি মালদহ স্টেশন ছাড়ার পর একাধিক জায়গা যেমন জামিরঘাটা, খালতিপুর, চমগ্রাম, শঙ্খপাড়া, নিউ ফরাক্কা, বল্লালপুর, ধুলিয়ান, বাসুদেবপুর এবং তিলডাঙা এলাকায় দুষ্কৃতীরা পাথর ছোড়ার পরিকল্পনা করতে পারে। প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানোর আশঙ্কাও করা রয়েছে। এই আশঙ্কায় সংশ্লিষ্ট থানা এলাকাগুলিতে পর্যাপ্ত পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ জানিয়েছে আরপিএফ। শনিবার ও রবিবার রাজ্যে দুটি সভা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন মালদহে পৌঁছে বন্দে ভারত স্লিপার ট্রেনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন কথা বলেন চালকদের সঙ্গে। সাহাপুর মালদহ বাইপাস সংলগ্ন মাঠে জনসভায় রয়েছে প্রধানমন্ত্রীর। সরকারি কর্মসূচিতে ৩২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করেবেন তিনি।
Vande Bharat Sleeper Train
বন্দে ভারত স্লিপার ট্রেনে হামলার আশঙ্কা
×
Comments :0