শনিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১৭ তম প্রয়াণ দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি ডুয়ার্সের মালবাজার শহরে শ্রদ্ধায় ও স্মরণে পালিত হয় দিনটি। মালবাজার শহরের ঘড়ি মোড় এলাকায় প্রয়াত নেতার ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান সিপিআই(এম) মাল এরিয়া কমিটির সদস্যরা। পাশাপাশি তাঁর স্মৃতিচারণা করা হয়। নানাবিধ আলোচনার মধ্য দিয়ে প্রয়াত নেতার বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন আলোচনায় অংশগ্রহণকারীরা। দেশ ও রাজ্যের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিশেষ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় সিপিআই(এম) মাল এরিয়া কমিটির তরফে। মূলত কমিউনিস্ট আন্দোলনের জনক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ১৯৭৭ সালে সিদ্ধার্থ শংকর রায়ের কংগ্রেস আমলের অবসান ঘটিয়ে রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করেছিলেন। টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ভারতবর্ষের দীর্ঘকালীন মেয়াদের মুখ্যমন্ত্রী। পার্টি সদস্য সহ বাম নেতৃত্ব প্রয়াত নেতার বিভিন্ন কর্মকান্ডের ওপরে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে কমিউনিস্ট আন্দোলনের কথা, সেই সময়ের রেল শ্রমিক কর্মচারী আন্দোলন, কৃষক আন্দোলন, সহ একাধিক প্রসঙ্গ। উত্তরবঙ্গের সাথে জননেতার আবেগঘন মুহুর্ত এদিন আলোচনায় উঠে আসে। উঠে আসে সেই সময়ের দোমোহনি রেল আন্দোলন প্রসঙ্গ। এদিন তাঁর প্রয়াণ দিবস পালনের পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বর্বরতার বিরুদ্ধে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে ছিলেন মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত, সিপিআই(এম) নেতা পার্থ দাস, সুরোজ প্রধান, গীতা পাল, সোনা দত্ত কামি, মহুয়া ঘোষ সহ অন্যান্য নেতা কর্মীরা। মাল এরিয়া কমিটির অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিনিধিরাও জননেতা জ্যোতি বসুকে শ্রদ্ধা জানান। এদিনের কর্মসূচি প্রসঙ্গে মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত জানিয়েছেন, ১৭ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি স্মৃতিচারণা করা হয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কমিউনিস্ট আন্দোলনের নেতা জ্যোতি বসুর। সাম্প্রদায়িকতার বিপদের বিরুদ্ধে লড়াইয় করে যেতে হবে। তিনি তাঁর জীবদ্দশায় বারবার সাম্প্রদায়িকতার বিপদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন। এদিন তারই শপথ গ্রহণ করা হলো।
Jyoti Basu
জননেতা জ্যোতি বসুকে শ্রদ্ধায় স্মরণ মালবাজারে
×
Comments :0