গরুমারা অভয়ারণ্য সংলগ্ন মূর্তি নদীতে স্নান করতে গিয়ে বুনো হাতির হানায় গুরুতর জখম হল এক তরুণ। আহতের নাম কিষাণ ওরাওঁ(১৮)। তাঁর বাড়ি মূর্তি বনবস্তি এলাকায়।
শনিবার দুপুরে কিষাণ মূর্তি নদীতে স্নান করতে গেলে হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বুনো হাতি। আচমকা হামলায় তরুণ গুরুতরভাবে জখম হন। ঘটনার পর হাতিটি ফের জঙ্গলে ফিরে যায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত যুবককে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।
আহত কিষাণের মামা কমল ওরাওঁ জানান, “এদিন সে মূর্তি নদীতে স্নান করতে গিয়েছিল। পরে জানতে পারি হাতির হানায় সে গুরুতর জখম হয়েছে। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসি।”
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বনদপ্তরের কর্মীরাও। উল্লেখ্য, এর আগেও মূর্তি বনবস্তি এলাকায় বুনো হাতির হামলায় একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। বারবার এই ধরনের ঘটনার পরও পর্যাপ্ত নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থার অভাব নিয়ে প্রশ্ন উঠছে।
Elephant Attack
মূর্তি নদীতে স্নান করতে গিয়ে হাতির হানায় জখম যুবক
ফাইল ছবি
×
Comments :0