Hyderabad Fire

হায়দরাবাদের চারমিনারের কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ডে নিহত ১৭

জাতীয়

রবিবার সকালে হায়দ্রাবাদের চারমিনারের কাছে বস্তিত গুলজার হাউসের কাছে ‘শ্রীকৃষ্ণ পার্লস ভবন’ নামে একাটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও অজানা, তবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দমকল বিভাগের একজন আধিকারিক জানিয়েছেন, সকাল সাড়ে ছটা নাগাদ তারা একটি ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, ‘‘এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব এবং এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা যাতে পায় সেই চেষ্টা করব।’’ মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। 
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ২ শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। বহুতলের প্রথম তল থেকে আগুন লাগে। যেখানে কয়েকটি গয়নার দোকান ছিল এবং শীঘ্রই তা তিন তলা বিশিষ্ট ভবনের উপরের তলায় ছড়িয়ে পড়ে। গহনার  দোকানে কেউ না থাকলেও, কিছু পরিবার উপরের তলার ঘরে বসবাস করতেন। জানা গেছে আগুনের কারণে এয়ার কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে, যার ফলে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। ধোঁয়ার কারণে আরও পাঁচজন শ্বাসরোধে মারা যান। খবর পেয়ে মোগলপুরা এবং গৌলিগুড়া ফায়ার স্টেশন থেকে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে এগারোটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ভবনটিতে প্রবেশের উপযুক্ত ব্যবস্থা না থাকায় দমকলকর্মীদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আগুন নেভানোর জন্য তাঁরা পাশের ভবনগুলির সাহায্য নেয়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা ভবন ভিতরে প্রবেশ করতে দমকল কর্মীদের সমস্যায় পড়তে হয়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দশজন আহত বাসিন্দাকে ডিআরডিও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Comments :0

Login to leave a comment