মেছুয়া বাজারের অগ্নিদগ্ধ হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ।
মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার সকালে।
গত বুধবার প্রশাসন যখন দিঘায় ব্যস্ত মেছুয়ার এই হোটেলে আগুন লেগে ১৪ জন মারা যান।
অগ্নিকাণ্ডে ১৪ জনের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ছটফট করতে করতে। তার মধ্যে দু’টি শিশুও রয়েছে। কলকাতা শহরের প্রাণকেন্দ্রে এই ভয়াবহ, মর্মান্তিক ঘটনা ফের একইসঙ্গে তুলে দিয়েছে সেই একাধিক প্রশ্ন যা এর আগে শহরের বুকে প্রতিটি অগ্নিকাণ্ডের সময় সামনে এসেছিল।
প্রশ্নের মুখে ফের পুলিশ, দমকল, কলকাতা কর্পোরেশনের গুরুতর ভূমিকা। একইভাবে প্রায় প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনার পরে মেয়র বা দমকল মন্ত্রীর যে প্রতিক্রিয়া সামনে এসেছে সাম্প্রতিক কালে, এবারের অগ্নিকাণ্ডের ঘটনাতেও তাই এসেছে।
বুধবার বৃষ্টিভেজা দুপুরে তখন সেই মৃত্যুপুরীতে পরিণত হওয়া বড়বাজারের মেছুয়ার ফলপট্টির ৬ নম্বর মদমমোহন বর্মণ স্ট্রিটের ঠিকানায় ঋতুরাজ নামে হোটেলের সামনে দাঁড়িয়ে ডিজি (ফায়ার) রণবীর কুমার জানালেন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে অধিকাংশের। হোটেলের ভিতরে গিয়ে দেখা গেল অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থাই কাজ করেনি, ফায়ার অ্যালার্মও বাজেনি। ২০২২ সালের পরে ফায়ারের এনওসি’ শংসাপত্রের রিনিউও হয়নি’।
অর্থাৎ গত তিন বছর ধরে দকমলের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ ছাড়াই বেবাক চলছিল সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী এই রাস্তায় মুখে এই হোটেলটি। কাছেই জোঁড়াসাকো থানা। মাসের শুরুতেই যেখানে প্যাকেট যেত হোটেলের মালিক অশোক চাওলার তরফে।
Mechhuya Fire Arrest
মেছুয়ার হোটেলের মালিক, ম্যানেজার ধৃত

×
Comments :0