Dumdum Gang-Rape

দমদমে নাবালিকাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

রাজ্য কলকাতা

ফের দলবেঁধে ধর্ষণের অভিযোগ রাজ্যে। দমদমের এক এক নাবালিকাকে ধর্ষণের করার অভিযোগে গ্রেপ্তার তিন। তিন অভিযুক্তকে বরিবারই ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূ্ত্রে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে ,  নির্যাতিতা সপ্তম শ্রেণির ছাত্রী। শনিবার সন্ধ্যায় সে টিউশন পড়তে বাড়ি থেকে বের হয়। ফেরার পথে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়। কিছুক্ষণ দুজনে এক জায়গায় বসে কথা বলতে থাকে। পরিবারের অভিযোগ পূর্ব পরিচিত ওই যুবক জোর করে নাবালিকাকে টোটোতে ওঠায়। তারপর এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। আরও কয়েকজন ওই বাড়তে এসে দলবেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। সপ্তম শ্রেণির ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ করে তিন যুবক এমনটাই অভিযোগ পরিবারের।
নির্যাতিতা বাড়ি ফিরে সমস্ত ঘটনা খুলে বলে পরিবারকে। তারপর পরিবারের পক্ষ থেকে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তিন অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূ্ত্রে খবর।

Comments :0

Login to leave a comment