India Bangladesh

ভারতের নিষেধাজ্ঞা, বাংলাদেশে ফিরল পণ্যবাহী ৪টি ট্রাক

আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে যোগাযোগের সুবিধা বাতিল করেছে ভারত। বেনাপোল স্থলবন্দর থেকে শুক্রবার চারটি পণ্য বোঝাই বাংলাদেশী ট্রাক ফেরত এসেছে বাংলাদেশে।  বেনাপোলের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আমিনুল হক আনুর আশঙ্কা ক্ষতি হবে ব্যবসার। 
তবে বাংলাদেশের দাবি, দ্রুত প্রভাব কাটিয়ে ওঠা যাবে। এছাড়া রপ্তানি এবং যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না হয় সেই চেষ্টা করা হবে।
পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, স্থলবন্দর দিয়ে ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিলের জন্য ভারতের অর্থ মন্ত্রক একটি চিঠি দিয়েছে কাস্টমসে। বেনাপোল থেকে পেট্রাপোল স্থলবন্দরে পণ্য প্রবেশ বন্ধ হয়েছে। 
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, আশা করা যায় যে ভারত সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে। 
বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, 'বুধবারই বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি। সেখানে ক্রেতারাও উপস্থিত ছিলেন। আমরা নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করব।’
ভারতকে কোনো চিঠি দেওয়া হবে কিনা জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে চিঠি দেওয়ার বিষয়টি বিবেচনা করছি না।’

Comments :0

Login to leave a comment