রবিবার উত্তরাখণ্ডের পৌড়ি জেলার শ্রীনগর এলাকায় একটি বাস খাদে পড়ে যায়। এই ঘটনায় পাঁচজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ডাহালচৌরির কাছে ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ওই সময় বাসটিতে ২২ জন যাত্রী ছিল। আহত যাত্রীরা জানিয়েছেন, চারজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন পরে মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে পৌড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আহতদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগরের স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পৌড়ি জেলা ম্যাজিস্ট্রেট আশিস চৌহান ঘটনাস্থলে আসেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পরিবহণ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।
5 dead after bus falls into ditch in Uttarakhand
উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে মৃত ৫
×
Comments :0