ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, কম্পন অনুভূত হয়েছে জম্মু ও কাশ্মীরেও। শনিবার দুপুর ১টা নাগাদ রিখটার স্কেলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়। উৎপত্তিস্থল ছিল পাকিস্তান। আবহাওয়া বিভাগের পরিচালক মুখতার আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে শনিবার দুপুর ১টা বেজে ৫৫ সেকেন্ডে রিখটার স্কেলে ৫.৮ মাত্রায় ভূমিকম্প হয়, যার উত্তর অক্ষাংশ ৩৩.৬৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৭২.৪৬ ডিগ্রি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান অঞ্চলে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। জম্মু ও কাশ্মীরেও মৃদু কম্পন অনুভূত হয়।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি, পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে এই তথ্য দিয়েছে।
তবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের জেরে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা ঘরবড়ি ছেড়ে খোলা আকাশের নিয়ে বেরিয়ে আসেন।
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে , শনিবার স্থানীয় সময় ১২টা ১৩ মিনিটে এবং দুপুর ১টা নাগাদ দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, প্রথম ভূমিকম্পের গভীরতা ছিল পাকিস্তানের ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে সমুদ্রপৃষ্ঠের ৭২ কিলোমিটার গভীরে। ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। দ্বিতৃয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান অঞ্চলে। একদিনে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তানে। কেঁপেছে জম্মু ও কাশ্মীরও।
Pakistan Earthquake
পাকিস্তানে ভূমিকম্প, কম্পন অনুভূত জম্মু ও কাশ্মীরেও

×
Comments :0