বিহারে পথ দুর্ঘটনায় নয় জন নেপালের নাগরিকের মৃত্যু ঘটনার পর রবিবার সকালে গুজরাট থেকে পাওয়া গেল আরও একটি বেদনাদায়ক খবর। গুজরাটের দাং জেলায় সাপুতারার কাছে একটি বাস গভীর খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। বাস দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর দুর্ঘটনায় নিহতরা মধ্যপ্রদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দর্শনার্থীরা মহারাষ্ট্র থেকে গুজরাটের দ্বারকায় যাচ্ছিলেন।
রবিবার ভোর ৪ টে নাগাদ গুজরাটের ডাং জেলার সাপুতারা হিল স্টেশনের কাছে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। দাং জেলার ডেপুটি পুলিশ সুপার সুনীল পাতিল বলেন , বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫০ ফিট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। মৃতদের মধ্যে দুজন মহিলা রয়েছেন। ১৫ জনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Gujarat Bus Accident
গুজরাটে বাস খাদে পড়ে মৃত সাত, জখম ১৫
×
Comments :0