চাকরি চোরেদের মাথাকে আগামী '২৬ সালের নির্বাচনে হটাতে না পারলে, পশ্চিমবঙ্গের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো যাবে না। এই ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাকে ফের গড়ে তুলতে লড়াই চালাবে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)।
শনিবার বহরমপুরে এক বিশাল শিক্ষক সমাবেশে এই লক্ষ্য জানিয়েছেন এবিটিএ’র সাধারণ সম্পাদক সুকুমার পাইন।
তিনি বলেন, ২০১৬’র নির্বাচনী সংগ্রাম শিক্ষার সঙ্গে যুক্ত সব অংশের কাছে গুরুত্বপূর্ণ। এই সংগ্রামে প্রয়োজনীয় ভূমিকা নেবে এবিটিএ।
এদিন মুর্শিদাবাদ জেলার বহরমপুর ঋত্বিক সদনে সারা রাজ্যের মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মীদের সাড়ে তিনশো প্রতিনিধির উপস্থিতিতে রাজ্য মাদ্রাসা কনভেনশন হয়েছে। কনভেনশনে এবিটিএ’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উত্থাপিত প্রতিবেদনের ওপর রাজ্যের ১৮টি জেলার প্রতিনিধিরা আলোচনা করেন। কনভেনশন শেষে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এবিটিএ’র কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজ্য সভাপতি সুদীপ্ত গুপ্ত। সমাবেশে বক্তব্য রাখেন এবিটিএ’র মুর্শিদাবাদ জেলা সম্পাদক গৌতম ব্যানার্জি, জেলা নেত্রী মুর্শিদা খাতুন, রাজ্য সহ সভাপতি সবুর আলি, সাধারণ সম্পাদক সুকুমার পাইন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালিম শাহ।
পাইন বলেন, ‘‘জাতীয় শিক্ষানীতিকে ঢাল করে একদিকে কেন্দ্রীয় সরকার, আরেকদিকে পশ্চিমবঙ্গ সরকার গণশিক্ষাকে ধ্বংস করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে এবিটিএ’র মতো শিক্ষক সংগঠনকেই এই অন্ধকার দূর করার ভূমিকা নিতে হবে।
প্রায় ৬০০ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী এই সমাবেশে যোগদান করেন। সুকুমার পাইন বলেন, এবিটিএ’র নেতৃত্বে সাধারণ স্কুল শিক্ষা ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে রক্ষার লড়াই জারি থাকবে।
ABTA BAHRAMPUR
বহরমপুরে বিশাল শিক্ষক সমাবেশ, স্কুল-মাদ্রাসা শিক্ষা রক্ষায় লড়াইয়ের ঘোষণা

×
Comments :0