মঙ্গলবার দুর্গাপুরে রান্নার গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হওয়ায় ১ জনের মত্যু হয়েছে। আগুনে ঝলসে আহত হয়েছেন চারজন। ঘটনাটি ঘটেছে এদিন দুপুরে কোক ওভেন থানার অন্তর্গত সুকুমার নগরে একটি বাড়িতে। বাড়িটিতে ক্যাটারার সংস্থার কর্মীরা রান্না করছিলেন। হঠাৎ প্রচন্ড শব্দে গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরণ হয়। পাঁচজন আহত হয়। আহতদের দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে একজনের মৃত্যু হয়। মৃতের নাম শম্ভু পোদ্দার (৪০)। তিনি ছিলেন রাঁধুনি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। বিষ্ফোরণের ফলে পাশের গোডাউনের ক্ষতি হয়েছে।
Cylinder Blast
দুর্গাপুরে সিলিন্ডার বিষ্ফোরণ, মৃত ১, জখম ৪
×
Comments :0