AIFF AWARDS

এআইএফএফ'র সেরাদের তালিকায় শুভাশিস, বিশালরা

খেলা

AIFF AWARDS

ভারতের ফুটবল ফেডারেশন বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) সেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস। সেরা গোলরক্ষকের পুরষ্কার পেলেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। এছাড়াও মহিলাদের সেরা ফুটবলার হলেন ইস্টবেঙ্গলের সৌমিয়া গুগুলোথ। ইস্টবেঙ্গলেরই গোলরক্ষক পান্থই চানু পেলেন সেরা মহিলা গোলরক্ষকের পুরষ্কার। মোহনবাগানের হয়ে আইএসএল শিল্ড ও কাপ জিতেছেন শুভাশীষ ও বিশাল এবং ইস্টবেঙ্গলের হয়ে ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) জিতেছেন সৌমিয়া ও পান্থই চানু।

Comments :0

Login to leave a comment