Indian Women's Hockey Team

হকিতে অস্ট্রেলিয়ার কাছে হার সালিমাদের

খেলা

AUSTRALIA W vs INDIA W

উইমেন্স হকিতে অষ্ট্রেলিয়ার কাছে হার ভারতের । খেলার ফল ২-০ । অস্ট্রেলিয়া ট্যুরের ম্যাচে পার্থ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। কোর্টনি শোনেল ৯ মিনিটের মাথায় প্রথম গোল করেন।  ম্যাচের চতুর্থ কোয়ার্টারের ৫২ মিনিটে ব্যবধান বাড়ান গ্রেস স্টুয়ার্ট। গত দুটি ম্যাচ ভারত খেলেছিল অষ্ট্রেলিয়ার ' এ ' দলের বিরুদ্ধে। এই ম্যাচটি প্রথম ভারত খেলল সিনিয়র দলের বিরুদ্ধে ।  FIH হকি প্রো লিগের আগে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচগুলিই অভিজ্ঞতা যোগাবে ভারতকে

Comments :0

Login to leave a comment