Manipur violence

মণিপুর কান্ডে গ্রেপ্তার আরও ১

জাতীয়

মণিপুর কান্ডে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। অভিযুক্তের নাম য়ুম্লেম্বাম  ণুংসিথ মেইতেই (১৯), পুলিশ জানিয়েছে। এ পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার মণিপুরের কাংপোকপিতে দুই মহিলাকে নগ্ন করে শ্লীলতাহানির একটি ভিডিও প্রকাশ হয় এবং ব্যাপক ক্ষোভের জন্ম হয় দেশজুড়ে। উত্তর-পূর্ব রাজ্যে হিংসা শুরু হওয়ার একদিন পর কাংপোকপি জেলায় ৪ মে এই ঘটনা ঘটে।
ভয়ঙ্কর ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি মিছিলে কুকি-জো সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে হাটানো হচ্ছে  এবং এই বিষয়ে দায়ের করা একটি এফআইআরে বলা হয়েছে যে একজন মহিলাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল। যখন তার ভাই বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তখন তাকে হত্যা করা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে প্রথম গ্রেপ্তার  হুইরেম হেরাদাস সিং নামে ৩২ বছরের ব্যক্তিকে।

Comments :0

Login to leave a comment