Mitchell Stark Retires From International T Twenty

টিটোয়েন্টি থেকে অবসর নিলেন মিচেল স্টার্ক

খেলা

টিটোয়েন্টি ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক । মঙ্গলবার সমাজমাধ্যমে এই কথা ঘোষণা করেছেন স্টার্ক। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি টিটোয়েন্টি ম্যাচের সিরিজে থাকবেননা এই পেসার । আসন্ন আস্যেজ সিরিজ এবং ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিতে ফিটনেসের যাতে কোনো ঘাটতি না পরে সেই কারণেই স্টার্কের এই সিদ্ধান্ত। তিনি জানিয়েছেন ' টিটোয়েন্টিতে প্রত্যকটি মুহূর্তই আমি উপভোগ করেছি। বিশেষত ২০২১ সালের বিশ্বকাপে। সেখানে আমরা শুধু চ্যাম্পিয়ন হওয়ার কারণেই নয়। সেখানে আমাদের একটি সুন্দর দল তৈরী হয়েছিল। আমরা প্রচুর মজা করেছিলাম '। তার সঙ্গে স্টার্ক এও যোগ করেন ' আমার এই সিদ্ধান্তের ফলে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের বোলিং গ্ৰুপ অনেকটা সময় পেয়ে যাবে প্রস্তুতি নেওয়ার '। ৩৫বছরের এই তারকা অজি পেসার ৬৫টি টিটোয়েন্টি ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন। ২০১২তে এই ফরম্যাটে অভিষেক ঘটে তার। ২০২১ সালে জিতেছেন টিটোয়েন্টি বিশ্বকাপও। 

Comments :0

Login to leave a comment