উত্তর প্রদেশ সরকার দুর্নীতিগ্রস্ত, অযোধ্যায় সমস্ত জমি লুট হচ্ছে, ভুয়ো এনকাউন্টারে লোক মারা হচ্ছে। এই সবকিছুর প্রমাণ তাঁর কাছে আছে। শুক্রবার গাজিয়াবাদে সাংবাদিক সম্মেলন করে এই কথা দাবি করেছেন খোদ বিজেপি’র বিধায়ক এবং উগ্র হিন্দুত্ববাদী নেতা হিসাবে পরিচিত নন্দকিশোর গুজ্জর। তিনি দাবি করেছেন তাঁর কাছে এমন ফাইল আছে, যা সামনে নিয়ে আসলে প্রমাণ হয়ে যাবে স্বাধীনতার পর থেকে উত্তর প্রদেশের বর্তমান সরকার সবথেকে দুর্নীতিগ্রস্ত। এই সরকার এত দুর্নীতিগ্রস্ত যে টাকা না দিলে কোনও কাজ হয় না। তিনি আরও অভিযোগ করেছেন, হিন্দুদের এর থেকে খারাপ সময় কখনও আসেনি। প্রতিদিন ৫০ হাজার গোরু কাটা হচ্ছে বলে লোনির বিধায়ক অভিযোগ করেছেন। এরমধ্যে অধিকাংশ অভিযোগ এতদিন বিরোধীরা করতেন যোগী সরকার সম্পর্কে। এদিন সেই অভিযোগই করলেন বিজেপি’র বিধায়ক।
বৃহস্পতিবার গাজিয়াবাদে পুলিশের সঙ্গে বিধায়ক আর তার সমর্থকদের ধাক্কাধাক্কি হয়। তাতে বিধায়কের জামা ছিঁড়ে যায়। এদিন ছেঁড়া জামা পরেই সাংবাদিক সম্মেলন করেন গুজ্জর। সঙ্গম বিহার কলোনিতে নন্দকিশোর গুজ্জরের নেতৃত্বে কলস যাত্রা বের করা হচ্ছিল। পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বক্তব্য ছিল কলস যাত্রার জন্য অনুমতি নেওয়া হয়নি। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ, ধাক্কাধাক্কি হয় ব্যাপক। বিধায়কের অভিযোগ, পুলিশ তাঁর জামা ছিঁড়ে দিয়েছে। পুলিশ অফিসার হরেন্দ্র মালিকের অভিযোগ বিধায়ক অসভ্যতা করেছেন। বিধায়ক এদিন মুখ্য সচিবকেই আক্রমণের কেন্দ্রে রেখে যোগী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন, মুখ্য সচিব জাদু-টোনা করে মহারাজজীর (মুখ্যমন্ত্রী আদিত্যনাথ) বুদ্ধি বেঁধে দিয়েছেন! ২৮ তারিখের পরে তিনি লক্ষ্ণৌ যাবেন এবং মুখ্য সচিবের অফিসের বাইরে প্রাণ ত্যাগ করবেন। পুলিশের কত গুলি আছে সেটাও তিনি দেখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক।
BJP UTTARPRADESH
উত্তর প্রদেশ সরকার সবথেকে দুর্নীতিগ্রস্ত বললেন বিজেপি’র বিধায়ক

×
Comments :0